১০ মিনিটে ডেলিভারি বন্ধ! Blinkit-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

Must read

বন্ধ হচ্ছে ১০ মিনিটে ডেলিভারির পরিষেবা (Delivery Service)। গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ‘১০-মিনিট ডেলিভারি’ বন্ধ করার নির্দেশ দিয়েছে। ব্লিঙ্কিট, জেপটো, জোমাটো, সুইগি-সহ বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠকের পরই দ্রুত ডেলিভারি নিয়ে গিগ কর্মীদের যা দাবি ছিল, তা নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্র।

নতুন বছরের শুরুতেই, দেশজুড়ে ধর্মঘটে সামিল হন ২ লক্ষেরও বেশি গিগ কর্মী। খাবার, গ্রসারি-সহ নানা ধরনের অর্ডার ডেলিভারি (Delivery Service) করতে অস্বীকার করেন। ন্যায্য পারিশ্রমিক, নিরাপত্তা এবং সম্মানের দাবি তোলেন। পাশাপাশি, আন্দোলনকারী ইউনিয়নের একটি বড় দাবি ছিল, যাতে ১০ মিনিটে ডেলিভারির নিয়ম বন্ধ করা হয়। দ্রুত ডেলিভারির চাপে বিপজ্জনকভাবে রাইড করতে হত গিগ কর্মীদের। সেই কারণেই এই দাবি।

আরও পড়ুন- খসড়ায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, খোঁচা কমিশনকে

ব্লিঙ্কিট তাদের ব্র্যান্ডিং থেকে ১০-মিনিট ডেলিভারি দেওয়ার ট্যাগলাইবন তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য সংস্থাগুলিও সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত সময়সীমা তুলে নেবে। এই পদক্ষেপের লক্ষ্য হল গিগ কর্মীদের জন্য আরও বেশি নিরাপত্তা, সুরক্ষা এবং উন্নত কাজের পরিবেশ নিশ্চিত করা। গিগ কর্মীদের নিরাপত্তার বিষয়টি সংসদের শীতকালীন অধিবেশনেও উঠেছিল, যেখানে আপ সাংসদ রাঘব চাড্ডা যুক্তি দিয়েছিলেন যে ১০-মিনিট সময়সীমা কর্মীদের অবাস্তব লক্ষ্য পূরণের জন্য রাস্তায় ঝুঁকি নিতে বাধ্য করে।

নয়া প্রকল্পে ‘গিগ ওয়ার্কার’ ও প্ল্যার্টফর্ম ওয়ার্কারদের আধার রেজিস্ট্রেশন, ডিজিটাল আইডেন্টি কার্ড ও সোশাল সিকিউরিটি কোড নিশ্চিত করা হবে। এই পদক্ষেপ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ডেলিভারি পার্টনার, ক্যাব ড্রাইভার, ফ্রিল্যান্সার ও অ্যাপ নির্ভর কর্মীদের জন্য বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছিল।

Latest article