ডব্লুপিএলে আজ হয়তো রুদ্ধদ্বার ম্যাচ

বুধবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হতে পারে জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মাদের।

Must read

মুম্বই, ১৩ জানুয়ারি : বুধবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হতে পারে জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মাদের। মুম্বই পুরনিগমের নির্বাচনের কারণে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়তো সম্ভব হবে না স্থানীয় প্রশাসনের।

আরও পড়ুন-কোচবিহারে আর নয় বিজেপি, ৯-০ টার্গেট দিলেন অভিষেক

সূচি বদলানোও সম্ভব নয় বলে জানিয়েছে বিসিসিআই। তাই ক্লোজড ডোর ম্যাচ আয়োজন করতে প্রস্তুত ভারতীয় বোর্ড। আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং বোর্ডের তরফে রুদ্ধদ্বার ম্যাচে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে দর্শক প্রবেশের অনুমতি পেতে বুধবার ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে বোর্ড। তবে বুধ ও বৃহস্পতিবার ম্যাচের সূচি অপরিবর্তিতই থাকবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, ১৪ ও ১৫ জানুয়ারির ডব্লুপিএল ম্যাচ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই হবে।

Latest article