খনিতে ধস নেমে মৃত ৩, আশঙ্কা আটকে একাধিক

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই খনিতেই কয়েকজন যুবক নেমেছিলেন। এদিন সকালে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা। খোলামুখ খনির ভিতর ধস নামে।

Must read

সংবাদদাতা, আসানসোল : খোলামুখ খনিতে হঠাৎ ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হল তিনজনের। আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার বড়িরা এলাকায় বিসিসিএলের খোলামুখ খনিতে।

আরও পড়ুন-দিনমজুরের মৃত্যু, ধিক্কার জানিয়ে মিছিল, অবস্থান

খবর পেয়েই বিসিসিএল কর্তৃপক্ষ এবং কুলটি থানার পুলিশ পৌছায়। বিসিসিএলের তরফে জেসিবি দিয়ে উদ্ধারকাজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই খনিতেই কয়েকজন যুবক নেমেছিলেন। এদিন সকালে ঘটে ভয়াবহ ওই দুর্ঘটনা। খোলামুখ খনির ভিতর ধস নামে। মাটি চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। তিনজনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খনিতে আরও কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ, বড়িরায় খোলামুখ বা ওপেন কাস্ট কয়লাখনিতে অবৈধভাবে কয়লা তোলা চলার সময়েই এই দুর্ঘটনা ঘটে। হুড়মুড় করে উপর থেকে মাটি ধসে কমপক্ষে ৬ জন মাটি চাপা পড়ে যায় বলে অনুমান। পরে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে। কয়েকজন জখমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খনি এলাকায় বিশাল সংখ্যক পুলিশ ও সিআইএসএফ মোতায়েন করা হয়েছে।

Latest article