চিনের কমিউনিস্টদের সঙ্গে মাখামাখি, বিজেপির তীব্র নিন্দায় সরব তৃণমূল

আরও একবার সামনে এসে গেল মোদি সরকার, বিজেপি ও সংঘ পরিবারের নির্লজ্জ দ্বিচারিতা৷ এর বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস।

Must read

নয়াদিল্লি : আরও একবার সামনে এসে গেল মোদি সরকার, বিজেপি ও সংঘ পরিবারের নির্লজ্জ দ্বিচারিতা৷ এর বিরুদ্ধে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। যে চিন বারবার আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যাদের সেনা পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশের সীমানায় এখনও ঘাঁটি গেঁড়ে বসে আছে বলে অভিযোগ উঠেছে, যারা অপারেশন সিঁদুরের সময়ে প্রকাশ্যে পাকিস্তানকে অস্ত্র ও সামরিক কৌশল সরবরাহ করেছে, সেই চিনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দিল্লিতে মাখামাখি করতে দেখা গিয়েছে বিজেপি এবং আরএসএস-এর শীর্ষ নেতৃত্বকে৷

আরও পড়ুন-চিনা মাঞ্জার দায় নিতে হবে অভিভাবকদেরই

গোটা ঘটনা আবারও মোদি সরকার, বিজেপি এবং আরএসএস-র দ্বিচারিতার মুখোশ খুলে দিয়েছে বলে অভিযোগ জানিয়ে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ ট্যুইটে বলেন, অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানকে সামরিক সহায়তা করেছে চিন৷ আজই চিন শাক্সগাম উপত্যকা তাদের বলে দাবি করেছে৷ এতকিছুর পরেও চিনের কমিউনিস্ট পার্টিকে দিল্লিতে বিজেপির সদর দফতরে স্বাগত জানানো হল?

Latest article