তৃণমূলের চাপে নত মোদি সরকার জল জীবনের বকেয়া অর্থ মেটাবে দিল্লি

অবশেষে তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে জল জীবন মিশনে বাংলার আটকে থাকা টাকা দিতে চলেছে মোদি সরকার।

Must read

নয়াদিল্লি : অবশেষে তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে জল জীবন মিশনে বাংলার আটকে থাকা টাকা দিতে চলেছে মোদি সরকার। কেন্দ্রের আশ্বাস, খুব শীঘ্রই এ-ব্যাপারে দেওয়া হবে প্রয়োজনীয় ছাড়পত্র। কিন্তু আশ্চর্যের বিষয়, সামনে কেন্দ্রীয় বাজেটে জল জীবন মিশন খাতে বরাদ্দের অঙ্ক অনেকটাই কমিয়ে দিতে চলেছে কেন্দ্র। কারণ অজানা। সংসদ থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের কাছে গত কয়েক বছর ধরে জল জীবন মিশনে বাংলার বরাদ্দ কয়েকশো কোটি টাকা আটকে রাখার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রবল চাপের মুখে পড়েই জল জীবনের আটকে থাকা বাংলার বকেয়া টাকা খুব শীঘ্রই দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভার বৈঠকে জল জীবন মিশনের বরাদ্দ বকেয়া ছাড়পত্র দেবে মোদি সরকার এমনই উচ্চপর্যায়ের সরকারি সূত্রের দাবি। যদিও একদিকে জল জীবন মিশনের বকেয়া রাশি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিলেও অন্যদিকে এই প্রকল্পে আসন্ন কেন্দ্রীয় বাজেটে অর্থ কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সূত্রের দাবি, এই বছরের বাজেটে জল জীবন মিশনের জন্য ৬৭ হাজার কোটি টাকা বরাদ্দ প্রায় ৬০ শতাংশ কমিয়ে ১৭ হাজার কোটি টাকা করতে চলেছে মোদি সরকার। মনরেগার নাম বদলের পর ফের আর একটি জনমুখী প্রকল্পের বাজেট ৬০% শতাংশ অর্থ কমিয়ে দেওয়ার নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এক্ষেত্রে মনরেগা পর জল জীবন মিশন প্রকল্প বন্ধ করে দেবে কেন্দ্র এমনই সব জোরালো প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন-দাপুটে জয় মুম্বইয়ের

কারণ ১০ বছর আগে জল জীবন মিশনের আওতায় প্রত্যেক ঘরে প্রতিস্রুত পানীয় জল পৌঁছে দিতে মোদি সরকারের এই প্রকল্প চালু করেছিল। কিন্তু যত দিন যাচ্ছে এই প্রকল্প নিয়ে মোদি সরকারের উদাসীন মানসিকতার ছবি সামনে উঠে এসেছে। বাংলা বাদে অন্যান্য বিরোধী শাসিত রাজ্যেও এই প্রকল্প বাবদ পাওনা টাকা বাকি আছে। নানা অজুহাত দেখিয়ে বাংলার টাকা বিজেপি আটকে রেখেও আখেরে কোন লাভ হয়নি। পরবর্তী ক্ষেত্রে উত্তরপ্রদেশে যোগীরাজ্যে জল জীবনে কোটি কোটি টাকার নয়ছয় বুমেরাং হয়েছে বিজেপির। যোগীরাজ্য উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ, গুজরাত, রাজস্থান, বিহার, ওড়িশা, ত্রিপুরা ও উত্তরাখণ্ড দুর্নীতি সবক’টি বিজেপি শাসিত রাজ্যে। টাকা নয়ছয়ের কারণে অনেক রাজ্য প্রকল্পের কাজ মাঝপথেই আটকে গেছে।

Latest article