আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি

এরপর আজ শুভ্রা ঘোষের (Subhra Ghosh) এজলাসে প্রথমবার এই মামলার শুনানি হবে। খুব স্বাভাবিকভাবেই বুধবার দিনভর এই খবরে নজর থাকবে।

Must read

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক দল।স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে ইডিও (ED)। গত ৯ জানুয়ারি এই এজলাসে বিশৃঙ্খলার কারণে শুনানি শুরু হয়নি। ইডি দ্রুত শুনানির আবেদন করে হাইকোর্টের কাছে জোর ধাক্কা খেয়েছে। এরপর আজ শুভ্রা ঘোষের (Subhra Ghosh) এজলাসে প্রথমবার এই মামলার শুনানি হবে। খুব স্বাভাবিকভাবেই বুধবার দিনভর এই খবরে নজর থাকবে।

আরও পড়ুন-মর্মান্তিক! তামিলনাড়ুতে বোমা গিলে মৃত্যু হস্তিশাবকের

হাইভোল্টেজ মামলার গুরুত্ব বুঝে এবং আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার শুনানির জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল (Sujay Paul) জানান, ED-IPAC মামলায় বিচারপতি ঘোষের এজলাসে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। শুনানির পুরো অংশ ভিডিও রেকর্ডিং ও লাইভ স্ট্রিমিং হবে। রুদ্ধদ্বার শুনানিতে শুধু মামলাকারী, তাঁদের আইনজীবী, সরকারি আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত কর্মীর প্রবেশাধিকার থাকছে।

Latest article