নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap_Lalu Prasad) আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু প্রসাদ যাদব মকর সংক্রান্তি উপলক্ষ্যে আয়োজিত দই-চিড়া অনুষ্ঠানে যোগ দিতে তেজ প্রতাপের বাড়িতে গেলেন। তাহলে কি অন্তর্দ্বন্দ্ব মিটল?
বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে দহিচুরা অনুষ্ঠানে তেজের বাড়িতে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, লালু প্রসাদ যাদব-সহ (Tej Pratap_Lalu Prasad) অন্যান্যরা। ছবিতে দেখা যাচ্ছে, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুর পাশেই বসে আছেন তেজ। গতকাল মঙ্গলবার লালুর বাড়িতে গিয়েছিলেন তেজ। সেখানে লালু ছাড়াও তিনি দেখা করেন মা রাবড়ি দেবী এবং ভাই তেজস্বীর সঙ্গে।
আরও পড়ুন-অপরিকল্পিত এসআইআরে মহিলারাই টার্গেট! বিজেপির দলদাস কমিশনকে নিশানা তৃণমূলের
দায়িত্বজ্ঞানহীন আচরণ- পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে বড়ছেলে তেজকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালু। তার পরেই জনশক্তি জনতা দল তৈরি করেন তেজ। গত বিধানসভা ভোটে যে আসন থেকে তিনি দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে পরাজিত হয়েছিলেন তিনি।

