কালীঘাটে বগলা মায়ের মন্দিরে পুজোয় মুখ্যমন্ত্রী, সঙ্গে ইমন

Must read

মকর সংক্রান্তিতে কালীঘাট সেতুর কাছে বগলা মায়ের মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। সঙ্গে ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। রীতিমতো কাসর-ঘণ্টা বাজিয়ে মন্দির পুজোয় অংশ নেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কালীঘাটে বগলামায়ের মন্দির নির্মাণের। সেই মতো এই মন্দির গড়ে তোলায় উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। বুধবার, মকর সংক্রান্তিতে কালীঘাটে বগলা মায়ের ওই মন্দিরের যান মমতা। সঙ্গে ছিলেন লতা বন্দ্যোপাধ্যায় ও ইমন। পুজোর সময়ে মন্দির প্রাঙ্গণে কিছু সময় বসেন মুখ্যমন্ত্রী। পুজো চলাকালীন কাসর-ঘণ্টা বাজান তিনি। নিজের বাড়ির কালীপুজোতেও তাঁকে কাঁসর-ঘণ্টা বাজাতে দেখা যায়। এদিন মকর সংক্রান্তি উপলক্ষে তিনি বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন-আচমকাই তেজ প্রতাপের বাড়িতে লালু! অন্তর্দ্বন্দ্ব মিটল?

পরে সেই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,
“সকলকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ কালীঘাটের বগলা মায়ের মন্দিরে উপস্থিত হয়ে মায়ের পুজোয় অংশগ্রহণ করলাম। রাজ্যবাসীর দীর্ঘায়ু কামনা করে মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রার্থনা জানালাম। মায়ের আশীর্বচনে সকলের জীবনে সুখ-শান্তি, সৌহার্দ্য বর্ষিত হোক। এই পবিত্র ভূমির সকল বিদ্বেষ, অশুভ শক্তির বিনাশ হোক।
মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস রক্ষা করা জীবনের মূল ধর্ম। মানুষের জীবনের দুঃখ-কষ্ট মুছে দিতে মা যেন আমাদের আশীর্বাদ করেন। সর্বধর্ম সমন্বয়ের বাংলায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের শুভক্ষণের কয়েকটি স্মৃতিময় মুহূর্ত।“

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে নিউ টাউনে ‘দুর্গা অঙ্গনে’র শিলান্যাস করেছেন মমতা। আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়িতে তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন বলে সূত্রে খবর।

Latest article