ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় (sebaashray) ক্যাম্প পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রামে বৃহস্পতিবার সেবাশ্রয় ক্যাম্প শুরুর আগে থেকেই ছিল সাজ সাজ রব। তার মধ্যেই ছন্দপতন বিজেপির গুণ্ডাগিরিতে। ক্যাম্পের প্রচারে ব্যানার লাগাতে চাওয়া তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। স্পষ্টত বিজেপি যে বাংলায় যে কোনও উন্নয়নমূলক বা গঠনমূলক কাজের জন্যই একটি বড় বাধা তা আরও একবার প্রমাণ হয়ে গেল বুধবার।
বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় (sebaashray) ক্যাম্পের উদ্বোধন নিজেই করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার প্রস্তুতি চূড়ান্ত করছিলেন রমচকের তৃণমূল কর্মীরা। নন্দীগ্রাম ২ ব্লকের এই এলাকায় ব্যানার লাগানোর কাজের সময়ই চড়াও হয় বিজেপির দুষ্কৃতীরা। প্রথমে বাধা দেওয়া হয় ব্যানার লাগাতে। তৃণমূল কর্মীরা তা নিয়ে বাকবিতণ্ডায় জড়ালে তাদের মারধর করে ব্যানার ছিঁড়ে দেয় বিজেপি কর্মীরা।
আরও পড়ুন-দক্ষ হাতে সামলালেন, ব্যস্ততার মধ্যে দিন কাটল অরূপের
গণ্ডগোলের জেরে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ। এই হামলায় গুরুতর আহত হন তৃণমূল কর্মী মনোজকুমার সামন্ত। তৃণমূলের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ক্যাম্প শুরুর উপর কোনও প্রভাব পড়বে না বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহস্পতিবার নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে দুটি সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হবে। দুই ক্যাম্পে নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। নন্দীগ্রাম-১ শিবিরের উদ্বোধন করবেন তিন শহিদ ভগীরথ মাইতির স্ত্রী সুষমা, শেখ সেলিমের ভাই সানোয়ার ও শেখ রেজাউলের স্ত্রী সায়রা বিবি। অন্যভদিকে, নন্দীগ্রাম-২ শিবিরের উদ্বোধন জমি আন্দোলনে বাম সরকারের পুলিশের গুলিতে চার শহিদ রবীন মান্না, শেখ ইয়াসিন, সুরজিৎ খাটুয়া এবং হরেন প্রামাণিকের পরিবারের সদস্যেদের হাত দিয়ে হবে।

