নবান্নের সামনে ধরনা নয়, বিজেপিকে হাইকোর্ট

Must read

প্রতিবেদন : নবান্ন-অভিযান নিয়ে অনুমতি চাইতে গিয়ে আদালতে মুখ পুড়ল বিজেপির (BJP_Calcutta High Court)। বুধবার তাঁদের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল। সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট (BJP_Calcutta High Court) জানিয়ে দিল— নবান্নের সামনে কোনও ধরনা দেওয়া যাবে না। এদিন স্পষ্ট ভাষায় রাজ্য বিজেপিকে তা জানিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার নবান্নের সামনে বিজেপির ধরনা নিয়ে বিচারপতির মন্তব্য, নবান্ন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। সেখানে ধরনা দিলে আইনশৃঙ্খলা এবং যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। ফলে ওই জায়গায় ধরনা-কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে আদালত ধরনার জন্য বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছে। বিচারপতির প্রস্তাব, নবান্ন বাস স্ট্যান্ড অথবা চাইলে মন্দিরতলায় সমাবেশ বা ধরনার অনুমতি দেওয়া যেতে পারে। আবেদনকারীরা চাইলে এর মধ্যে কোনও একটি জায়গায় তাঁদের কর্মসূচি পালন করতে পারেন।

আরও পড়ুন-৮৫ লাখের বেশি পুণ্যার্থী, নির্বিঘ্নে স্নানযাত্রা

Latest article