যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন! ভারতীয়দের জন্য বার্তা

Must read

ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ইরানে (Iran_Indian)। একদিকে খামেনেই প্রশাসনের দমননীতিতে প্রাণ হারাচ্ছেন দেশের বিদ্রোহীরা। অন্যদিকে বিদ্রোহীদের দমনের বিরুদ্ধে সুর চরাচ্ছে আমেরিকা। ফলে কার্যতম মধ্য প্রাচ্যের এই দেশে এখন যুদ্ধের পরিস্থিতি। এবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে ইরানে বসবাসকারী সব ভারতীয়কে দ্রুত ভারতে ফেরার নির্দেশ জারি করা হল।

তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়, ইরানে (Iran_Indian) বসবাসকারী ভারতীয় ছাত্র, পুণ্যার্থী, ব্যবসায়ী এবং পর্যটক সকলেই যেন দ্রুত ইরান ত্যাগ করেন। যে কোনও ধরনের পরিবহন, এমনকি বাণিজ্যিক উড়ান পেলেও তাতে করে যেন তাঁরা ইরান ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন-২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! দেওয়া হল একগুচ্ছ নির্দেশিকা

সেই সঙ্গে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেন দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি নাগরিক নিজেদের ভ্রমণের এবং ইমিগ্রেশনের নথি নিজেদের সঙ্গে রাখেন। পাসপোর্ট এবং পরিচয় পত্র যেন তাঁদের সঙ্গে সব সময় থাকে। প্রয়োজনে তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনও সহযোগিতার জন্য ফোন নম্বর এবং ইমেইল মারফৎ সাহায্যের আবেদনের জন্য জানানো হয়েছে।

ভারতীয় দূতাবাস সব ভারতীয় নাগরিকদের ইরান ছেড়ে বেরোনোর সময় সব ধরনের সতর্কতা অবলম্বন করা নির্দেশ দিয়েছে। যে কোনও বিদ্রোহপ্রবণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে। সেই সঙ্গে যারা এখনও দূতাবাসের সঙ্গে যুক্ত নন তাঁদের ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে।

Latest article