১০০ ছাড়া এবার থেকে ১১২-তে ফোন করলে মিলবে পুলিশ-জরুরি পরিষেবা! তোড়জোড় নবান্নের

Must read

১০০-র পাশাপাশি এবার ১১২-তে (112_Nabanna) ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে চলছে, এমনটাই খবর নবান্ন সূত্রে।

১১২ নম্বরে নম্বরে ফোন গেলে কী কী সাহায্য মিলবে
*দ্রুত অকুস্থলে পৌঁছে যাবে পুলিশ
*প্রয়োজনমতো মিলবে দমকল
*স্বাস্থ্যদফতরের পরিষেবা
*সমস্ত জরুরি পরিষেবার সাহায্য মিলবে।

আরও পড়ুন-উন্নয়নের পাঁচালির প্রচারে রঞ্জিতের বাড়িতে অভিষেক

এর ফলে যে কোনও ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় মোকাবিলা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও কম সময়ের মধ্যে সম্ভব হবে। প্রশাসনের আশা, এভাবে অনেক প্রাণ বাঁচানো যাবে।

নবান্ন সূত্রে খবর, ‘নির্ভয়া তহবিল’-এর টাকায় প্রকল্পটি শুরু করার জন্য উদ্যেগ নেওয়া হয়েছে। এর জন্য একটি কন্ট্রোল রুম গঠন করা দরকার। যেখানে ১১২-র (112_Nabanna) কলগুলি আসবে। এখান থেকেই সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছবে সাহায্যের আবেদন। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে জিপিএস ভিত্তিক। এই নম্বরে যিনি কল করলেন, তাঁর মোবাইলটি কার নামে নেওয়া, বাড়ির ঠিকানা-সহ সমস্ত তথ্য এমার্জেন্সি রেসপন্স সিস্টেমে উঠে আসবে। জিপিএস ভিত্তিক এই কাজের জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়েছে।

এমন নম্বর চালু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। চালু হয় ‘ডায়াল ১১২’। সমস্ত রাজ্যকে এই নম্বর চালু করার নির্দেশ পাঠায় দিল্লি। অন্য রাজ্যে চালু হলেও এতদিন বাংলায় কেন্দ্র টাকা বরাদ্দ করেনি বলে এই প্রক্রিয়া চালু করা যায়নি।

Latest article