নয়াদিল্লি : জাতির পিতা মহাত্মা গান্ধীকে ফের অবমাননা বিজেপির। এবারে তাঁর ‘হরিজন’ শব্দবন্ধ ব্যবহারের উপরেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করল হরিয়ানার বিজেপি সরকার। শুধু হরিজন নয়, ‘গিরিজন’ শব্দবন্ধের উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন-বিশ্বের প্রথম ৫০০ বিশ্ববিদ্যালয় তালিকায় নেই ভারতের স্থান
গেরুয়া মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নির্দেশে সেরাজ্যের মুখ্যসচিবের দফতর এই নির্দেশিকা জারি করেছে মঙ্গলবার। স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে হরিয়ানার রাজ্যে। প্রশ্ন, মনরেগার পর আবার এমন কুৎসিত খেলায় মাতল কেন বিজেপি? লক্ষণীয়, তফসিল জনজাতি মানুষের জন্য ‘হরিজন’ শব্দবন্ধের প্রচলন করেছিলে গান্ধীজি। লক্ষ্যও ছিল অস্পৃশ্যতাকে মুছে দেওয়া।

