নির্যাতন-খুন, তবুও মাঠ ভরাতে বিজেপির ভরসা বাংলার পরিযায়ীরাই

পুরনির্বাচনের প্রচারে জনসভায় মুম্বইয়ের মাঠ ভরাতে রীতিমতো সমাদর করে তারা নিয়ে আসছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। অবাক হওয়ারই কথা।

Must read

মুম্বই: অমানবিক নির্যাতন, এমনকি খুনও। বাংলাদেশি তকমা দিয়ে মহারাষ্ট্র থেকে বিতাড়নের চক্রান্ত চলছে বাংলাভাষীদের। তবুও মুম্বইয়ের পুরনির্বাচনে জিততে বিজেপি-শিন্ডেসেনার ভরসা সেই বাংলার পরিযায়ী শ্রমিকরাই। পুরনির্বাচনের প্রচারে জনসভায় মুম্বইয়ের মাঠ ভরাতে রীতিমতো সমাদর করে তারা নিয়ে আসছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। অবাক হওয়ারই কথা।

আরও পড়ুন-গান্ধীজির ‘হরিজন’ শব্দবন্ধেও নিষেধাজ্ঞা হরিয়ানার বিজেপির

সম্প্রতি মহারাষ্ট্র থেকে একটি নৃশংস ঘটনা উঠে এসেছে, যেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় বাংলার এক পরিযায়ী শ্রমিককে। শুধুমাত্র বাংলা বলার জন্য জেলে ভরে রাখা, মারধর করা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মত ঘটনাও সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রে বারবার ঘটেছে। অথচ পুরসভা নির্বাচনের আগে ধরা পড়ল এক অদ্ভুত ছবি। দেখা গেল, মুম্বই শহরে বিজেপির নির্বাচনী প্রচারে সভা ভরাতে আনা হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদেরই। মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনার শিণ্ডে শিবিরের জোটকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে ঠাকরে ভাইদের শিবির। এই পরিস্থিতিতে জনসমর্থন যে তাঁদের পক্ষে রয়েছে, দেবেন্দ্র ফড়নবিশের বিজেপি তা প্রমাণ করতে ভিন রাজ্যের শ্রমিক দিয়ে লোক ভরানোর চেষ্টায়। ঘটনায় বাঙালি বিরোধী বিজেপির মহারাষ্ট্রে নির্বাচনে হারের আশঙ্কা অনুমান রাজনৈতিক মহলের।
বাংলা ভাষার পরিযায়ী শ্রমিক দেখলেই অত্যাচার মহারাষ্ট্রের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। অথচ নির্বাচনে সেই বাঙালি পরিযায়ী শ্রমিকদেরই ব্যবহার করতে বাধ্য হচ্ছে দেবেন্দ্র ফড়নবিশের বিজেপি। সম্প্রতি মুম্বইয়ের শিবাজী পার্কে বিজেপির একটি সভায় একাধিক রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের দিয়েই মাঠ ভরায় বিজেপি। আর তা উঠে আসে মুম্বইয়ের একটি স্থানীয় সংবাদ মাধ্যমে। শিবাজী পার্কের সভায় ১২ জানুয়ারি দেখা যায় প্রচুর পরিযায়ী শ্রমিকের ভিড়। তাঁদের মধ্যে কেউ দাবি করেন তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। কেউ দাবি করেন তারা উত্তর প্রদেশ থেকে কাজের সন্ধানে মুম্বই এসেছেন। আবার দেখা যায় একদল বাঙালি পরিযায়ী শ্রমিকদেরও। তাঁরে দাবি করেন, যে বাড়িতে তাঁরা ভাড়া থাকেন সেই বাড়ির মালিকের কথা শুনেই তারা বিজেপির মিটিং শুনতে বাধ্য হয়েছেন।

Latest article