ঢাকা: ইউনুসের অন্তর্বর্তী সরকারের শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন কী ভয়াবহ আকার নিয়েছে তা সেখানকার একটি মানবাধিকার সংস্থার রিপোর্টেই স্পষ্ট। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত ৭ মাসে বাংলাদেশে হিংসার বলি হয়েছেন ১১৬ জন সংখ্যালঘু। ২০২৫ সালের ৬ জুন থেকে ২০২৬-এর ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ৮টি প্রশাসনিক বিভাগ এবং অন্তত ৪৫টি জেলায় নিরবচ্ছিন্ন হামলা এবং নৃশংসতার পরিণতিতে প্রাণ হারিয়েছেন এই ১১৬ জন। শুধু মৃত্যুর সামগ্রিক পরিসংখ্যান নয়, হত্যাকাণ্ড কীভাবে হয়েছে এবং কত হয়েছে, সেই তথ্য এবং পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে আলাদাভাবে।
আরও পড়ুন-যোগীরাজ্যে দলিত কৃষককে পিটিয়ে খুন করল উচ্চবর্ণের মদ্যপ প্রতিবেশী
রিপোর্টে দেখা যাচ্ছে, টার্গেট কিলিং কিংবা বিশেষ কাউকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে ৪৮.৩ শতাংশ ক্ষেত্রে, গণপিটুনিতে মৃত্যু ১০.৩ শতাংশ, বড় ধরনের হিংসাত্মক ঘটনায় মৃত্যু ১২.৯ শতাংশ, হেফাজত বা পুলিশের হাতে এবং সেনা বা রাষ্ট্রীয় বাহিনীর হাতে মৃত্যু যথাক্রমে ৬.৯ শতাংশ এবং ৮.৬ শতাংশ। এছাড়া সন্দেহজনক বা অজানা কারণে মৃত্যু হয়েছে ১২.৯শতাংশেরও।
এদিকে, ভোটের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বন্ধ করে দিল অন-অ্যারাইভাল ভিসা। কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের নির্বাচন। শুধু তাই নয়, সুষ্ঠু নির্বাচন এবং শান্তির স্বার্থে দেশে একলক্ষ সেনাও নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।

