সংবাদদাতা, আলিপুরদুয়ার : বৃদ্ধ, প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে শুনানির কথা কমিশন জানালেও তা কার্যকর হল না এখনও। শুনানির নোটিশ পেয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে গিয়ে হয়রানির ছবি প্রতিদিন সামনে আসছে। বুধবারের ঘটনা কমিশনের অবমানবিকতার মাত্রা ছাড়াল। আলিপুরদুয়ারে এস আই আর শুনানিতে রেহাই পেল না প্রতিবন্ধী দম্পতি।
আরও পড়ুন-৭ মাসে হিংসার বলি ১১৬, জানাল রিপোর্ট
জন্মান্ধ বৃদ্ধ সমীর মল্লিক ও তার মূক স্ত্রী শুভাষিণী মল্লিককে বাধ্য হয়ে আসতে হল শুনানিতে। সমীরবাবুর বাড়ি আলিপুরদুয়ার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। জন্ম থেকেই দুচোখে দেখতে পান না সমীরবাবু। এই অবস্থায় মঙ্গলবার সমীরবাবুকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। শুধু সমীরবাবুকেই নয়, স্ত্রী সুভাষিণী মল্লিককেও শুনানিতে ডাকা হয়েছে। সুভাষিণী দেবীও প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না। তিনি প্রতিবন্ধী হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে অসুস্থ। স্থানীয় বিএলও তাঁদের শুনানির নোটিশ দেয়। নোটিশ পেয়ে তাদের পরিস্থিতির কথা বিএলওকে জনান সমীরবাবু। কিন্তু বি এল ও তাঁদের জানান, নির্বাচন কমিশন ডেকেছে, শুনানিতে না গেলে ভোটার লিস্টে নাম নাও থাকতে পারে। এই কথার পর এক প্রকার বাধ্য হয়ে উপস্থিত হন আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুনানিতে। শুনানিতে হাজির হয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন সমীরবাবু।

