সংবাদদাতা, কেন্দুলি : পৌষ সংক্রান্তির পুণ্যস্নান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব মেলা-২০২৬ শুরু হল বুধবার। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। বীরভূমের সবচেয়ে প্রাচীন এবং বড় এই মেলা এখন বাউল মেলা হিসেবেও চিহ্নিত। আবেগ, উৎসাহ আর উদ্দীপনায় আজ থেকেই লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলিতে এবং ভোর থেকেই শুরু হয় অজয় নদে মকর সংক্রান্তির পুণ্যস্নান।
আরও পড়ুন-দলবদলুকে পাল্টা জবাব দেবাংশুর প্রতিবাদ-মিছিল পরিণত জনজোয়ারে
আখড়ায় আখড়ায় বাউল-কীর্তনের সুরে মুখরিত জয়দেব কেন্দুলি। বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে অজয়ের কূলে বসে এই মেলা। দর্শনার্থীদের জন্য অস্থায়ী শৌচাগার, পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে নিচ্ছিদ্র প্রশাসনিক নিরাপত্তা। লাগানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ও ড্রোন ক্যামেরা। জয়দেব মেলা নির্মল ও সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত রাখতে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরদার পদক্ষেপ করা হয়েছে। এবার মেলার থিম জয়দেবের গর্জন প্লাস্টিক বর্জন। অজয়ের তীর জুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে জয়দেবের স্মৃতিবিজড়িত রাধাবিনোদের মন্দিরে। ৩৪৩ বছর আগে ১৬৮৩ সালে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর মন্দিরটি নির্মাণ করেন। সেখানেই অগণিত ভক্তের ঢল। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ নিজে ক্যাম্প করে রয়েছেন। পাশাপাশি রয়েছে প্রশাসনের তরফে নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টা জারি আছে কড়া নজরদারি।

