প্রতিবেদন : শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত মহাকাল মহাতীর্থ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য ও পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করতেই এই মন্দির নির্মাণের উদ্যোগ। পরদিন, ১৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
আরও পড়ুন-১০০ দিনের টাকা আটকানো যাবে না: হাইকোর্ট
ওই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের উপস্থিত থাকার কথা। মুখ্যমন্ত্রীর এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজ-সাজ রব। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। মহাকাল মন্দির নির্মাণ প্রকল্পকে ঘিরে মানুষের প্রবল উৎসাহ। প্রশাসন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদার সঙ্গে আয়োজন করছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

