মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণে মৃত তিন শিশু-সহ ৬

তেলেঙ্গানায় (Telangana) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশু-সহ ৬ জনের মৃত্যর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সিরমাউর জেলার ঘানদুরি গ্রামে।

Must read

তেলেঙ্গানায় (Telangana) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশু-সহ ৬ জনের মৃত্যর ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সিরমাউর জেলার ঘানদুরি গ্রামে। বুধবার গভীর রাতে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। নিমেষের মধ্যেই পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরে যায়। এদিনের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে আগুন লেগে যায় একাধিক বাড়িতে। দুর্ভাগ্যবশত ঘুমের মধ্যেই ভিতরে আটকে পড়ে অগ্নিদগ্ধ এবং শ্বাসরুদ্ধ ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-এসআইআর আসলে কী? সাইলেন্ট ইন্টিগ্রেটেড রিগিং নাকি সাউন্ড অফ ইমেজারেবল রাভেজেস?

এদিনের ঘটনায় মৃত্যু হয়েছে নরেশ কুমার (৫০) ও তাঁর স্ত্রী তৃপ্তির (৪৪), কবিতা (৩৬) এবং তিন শিশু ১৩ বছরের কির্তীকা ও সারিকা এবং ৩ বছরের কার্তিকের। তেলেঙ্গানার ওই গ্রামে এখন মাঘি উৎসব চলছে বলে আত্মীয়-বন্ধুরা একসাথে হয়ে সেই অনুষ্ঠান উদযাপন করছিলেন। তাই দুর্ঘটনার সময় বাড়িতে ৮-১০ জন ছিলেন। বাকিরা পালিয়ে গেলেও তিন শিশু-সহ ৬ জন আটকে যায়। গোয়ালে থাকা দু’টি গরু এবং একটি বাছুর মারা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-চকৌরির হাতছানি

সূত্রের খবর, রাত তিনটে নাগাদ বিস্ফোরণের সময় সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মুহূর্তে বাড়িগুলিতে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কীভাবে বিস্ফোরণ হল সেটা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশীরাই পুলিশ ও দমকলে খবর দেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ভস্মীভূত হয়ে যায় একাধিক বাড়ি। একজন আহত ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে।

 

Latest article