খারাপ আবহাওয়ার জের : বাতিল কপ্টারে পরিদর্শন, সড়কপথেই বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী

Must read

টানা বৃষ্টির জেরে জলমগ্ন হুগলির ঘোষপুরের অস্থায়ী হেলিপ্যাড। ফলে বাতিল হল আকাশপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খানাকুল পরিদর্শন।

আরও পড়ুন-আগে সংসদে পেগাসাস-চর্চা: দাবিতে অনড় তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা

নবান্ন সূত্রে খবর, খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর আকাশপথে প্লাবিত এলাকা পরিদর্শন বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে সড়ক পথেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উদয়নারায়নপুর। সেখানে তিনি দুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক বৈঠক করবেন। এরপর সড়কপথে তিনি খানাকুল যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু খানাকুলে যাওয়ার বিভিন্ন রাস্তাতেও জল জমে রয়েছে। ফলে কতটা যাওয়া সম্ভব হবে তা এখনই স্থির করা যাচ্ছে না।

আরও পড়ুন-জনজোয়ারে সিন্ধু-বরণ, দেশে ফিরে অভিভূত জোড়া পদকজয়ী ব্যাডমিন্টন তারকা

বুধবার দুপুরে খানাকুলের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্গতদের সঙ্গে কথা বলা এবং ত্রাণ বিলির কর্মসূচি ছিল তাঁর। গত দু’দিন বৃষ্টি না হওয়ায় মুখ্যমন্ত্রীর সফর হবে বলে আশা করা হয়। কিন্তু বুধবার ভোর থেকেই প্রবল বৃষ্টি নামায়, আকাশপথে পরিদর্শনের কর্মসূচি বাতিল করা হয়েছে।

 

Latest article