বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিয়ন্ত্রণে দমকলের ৫টি ইঞ্জিন

ফের বড়বাজারে (Burrabazar) অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার, বড়বাজারের বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে।

Must read

ফের বড়বাজারে (Burrabazar) অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার, বড়বাজারের বনফিল্ড রোডের কাছে একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। তিনতলা ওই ভবনের নীচের তলাতেই প্রথম আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘিঞ্জি এলাকায় হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে দমকল।

আরও পড়ুন-চিড়িয়াখানায় খেঁকশিয়ালকে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ

এদিন দুপুর ২টো ৪০ নাগাদ কলকাতার বড়বাজারের বনফিল্ড রোডের কাছে একটি অ্যাসিডের গোডাউন আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। উপরে আটকে পড়া ব্যক্তিদের নামিয়ে এনেছে দমকল। চারদিকে বহু পুরনো বাড়ি, বহুতল এবং অজস্র দোকান ও গুদাম আছে। হঠাৎই একটা গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন ব্যবসায়ীরা। নিমেষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সূত্রের খবর, আগুনের সঙ্গে বিষাক্ত গ্যাসও ছড়ানোর আশঙ্কা থাকছে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছে দমকল। দমকল সূত্রে খবর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও সম্পূর্ণ নেভেনি। মাঝে মাঝেই সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আপাতত আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছে দমকলবাহিনী।

আরও পড়ুন-সীমান্তরক্ষী‌ বাহিনীর শীর্ষপদে বাংলার আইপিএস

প্রসঙ্গত, বুধবার বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। দোকানের চারপাশে লোকবসতি রয়েছে এবং একের পর এক আবাসন আছে। আগুন বহুতলেও ছড়িয়ে পড়েছিল। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

Latest article