নির্বাচন এলেই কেন এজেন্সি? আইপ্যাক মামলায় সুপ্রিম প্রশ্ন

বিনা নোটিশে যেভাবে দেশের স্বনামধন্য ভোট কৌশলী সংস্থা আই-প্যাকের কলকাতা অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি— সেই তল্লাশি অভিযান নিয়েই এবার প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত।

Must read

প্রতিবেদন : বিনা নোটিশে যেভাবে দেশের স্বনামধন্য ভোট কৌশলী সংস্থা আই-প্যাকের কলকাতা অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি— সেই তল্লাশি অভিযান নিয়েই এবার প্রশ্ন তুলে দিল দেশের শীর্ষ আদালত। কেন ভোট এলেই ইডি বা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত-তল্লাশি? সে প্রসঙ্গেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চের কড়া পর্যবেক্ষণ ছিল। সুপ্রিম কোর্টের সাফ কথা, একটি রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না কোনও কেন্দ্রীয় এজেন্সি৷ ভোট কৌশলী সংস্থা আই প্যাকের অফিসে তল্লাশি করার সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতা এবং তল্লাশিতে বাধাদানের যে অভিযোগ নিয়ে ইডি সুপ্রিম কোর্টে মামলা করেছে সেই অভিযোগও এদিন দেশের শীর্ষ আদালতে তেমন গুরুত্ব পায়নি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযোগ কতটা সত্য, তা খতিয়ে দেখার জন্য নোটিশ জারি করে ইডি-সহ সংশ্লিষ্ট সবপক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট৷ আগামী ৩ ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি৷

আরও পড়ুন-বিপুল সাড়া সেবাশ্রয়-এর ২ শিবির, আপ্লুত নন্দীগ্রাম

এদিন সুপ্রিম-শুনানিতে ইডির তল্লাশি-অভিযান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্য সরকারের তরফে সওয়াল করা আইনজীবী অভিষেক মনু সিংভি৷ তাঁর সওয়াল, ইডি নিজেই তাদের পঞ্চনামা (তল্লাশি রিপোর্ট)-য় বলছে, তল্লাশি অভিযান চালানো হয়েছে শান্তিপূর্ণভাবে, লেডি কনস্টেবলদের উপস্থিতিতে৷ তাহলে তারা মামলার আবেদনে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের তল্লাশিতে বাধাদানের অভিযোগ করছে কী করে? সকালে ৬-৪৫ মিনিট থেকে তল্লাশি চালানো হয়েছে৷ স্থানীয় থানায় ইডি ইমেল করেছে সকাল ১১-৩০ মিনিটে৷ থানায় ইমেল পাঠানোর ৫ ঘণ্টা আগে থেকে তল্লাশি চালানো হয়েছে কী করে? ইডির এই দ্বিচারিতা আসলে পুরো উদ্দেশ্যটাকে ঢাকার প্রচেষ্টা৷
একই সুরে রাজ্যের বিধানসভা ভোটের আগে ইডির এই তল্লাশি অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল৷ তাঁর দাবি, ২০২১ সালে আই প্যাকের সঙ্গে চুক্তি হয়েছে তৃণমূল কংগ্রেসের৷ ইডি জানত যে, এই অফিসে তল্লাশি চালালে নির্বাচন সংক্রান্ত প্রচুর তথ্য পাওয়া যাবে। ভোটের মুখে এই তল্লাশির কী প্রয়োজন? ইডি অসৎ উদ্দেশে এই তল্লাশি চালিয়েছে, নির্বাচনের আগে রাজ্যে বিশৃঙ্খলা তৈরির লক্ষ্যে৷ এই তল্লাশি কার সুবিধের জন্য করা হয়েছে? দলের চেয়ারম্যান হিসেবে মুখ্যমন্ত্রীর পূর্ণ অধিকার ছিল এই অফিসে যাওয়ার। তিনি নিজে একজন জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি৷ তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই শীর্ষ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন।

Latest article