প্রতিবেদন : অচলাবস্থা কাটিয়ে জোড়াতালি দিয়ে এবারের আইএসএল (ISL) আয়োজন করতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে ১৬০টির উপর ম্যাচ হয় আইএসএলে, সেখানে এবার অন্তত ৭২টি ম্যাচ কম হবে। এরপরও এবারের সংক্ষিপ্ত আইএসএলকে স্বীকৃতি দিল এশীয় ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে এবার পূর্ণাঙ্গ প্রতিযোগিতা না হওয়ায় লিগ জিতলেও সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না কোনও ক্লাব। যোগ্যতা অর্জন পর্ব খেলে মূলপর্বে জায়গা করে নিতে হবে তাদের। এতদিন আইএসএল লিগ-শিল্ড জয়ীরা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে খেলতে পারত।
আরও পড়ুন-রাহুল এখন অনেক পরিণত, দাবি শাস্ত্রীর
এবার সংকটজনক পরিস্থিতির কথা তুলে ধরে এএফসি-র কাছে সংক্ষিপ্ত আইএসএলকে (ISL) স্বীকৃতি দেওয়ার আবেদন জানিয়েছিল ফেডারেশন। অবশেষে এএফসি ভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদন মঞ্জুর করে চিঠি দিয়েছে। ফলে আইএসএল চ্যাম্পিয়ন এবং সুপার কাপ বিজয়ীদের এএফসি স্লট পেতে আর কোনও সমস্যা রইল না। তবে যোগ্যতা অর্জন খেলেই মূলপর্বে খেলার ছাড়পত্র পেতে হবে। ‘ম্যাচ ক্রাইটেরিয়া’ মেনে কোনও দেশের সর্বোচ্চ লিগকে এএফসি-র অনুমোদন পেতে হলে ন্যূনতম ২৪টি করে ম্যাচ খেলতে হয় দলগুলিকে। কিন্তু এবার সংক্ষিপ্ত ফরম্যাটে ১৪ ফেব্রুয়ারি থেকে হবে আইএসএল। তাই ‘ম্যাচ কোটা’ পূরণ করা সম্ভব নয়। এএফসি-র কাছে এই সব কিছু জানিয়ে চিঠি দিয়েছিল ফেডারেশন। তাতে লিগকে মান্যতাই দিল এএফসি। এদিকে, আইএসএল চালাতে যে গভর্নিং কাউন্সিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ফেডারেশনের ‘ভেটো পাওয়ার’ নিয়ে সন্তুষ্ট নয় ক্লাবগুলি। এই প্রস্তাব দ্রুত সংশোধন করে যাবতীয় জটিলতা কাটিয়েই লিগের সূচি ও ফরম্যাট চূড়ান্ত করতে চায় ফেডারেশন। কিন্তু ক্লাবগুলি এখন তাদের লিগ্যাল সেলের সঙ্গে কথা বলেই সমস্যার সামাধান চায়।

