ডায়মন্ড হারবারের ৫ গোল

Must read

প্রতিবেদন : রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে (আরএফডিএল) দাপটে শুরু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (DHFC)। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে হোম ম্যাচে ডায়মন্ড হারবার ৫-০ গোলে বিধ্বস্ত করল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। হ্যাটট্রিক করেন কাজি তালাল। ডায়মন্ড হারবারের বাকি দুই গোলদাতা শুভদীপ ও সুপ্রতীম।
শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলে ডায়মন্ড হারবার (DHFC)। ৩৫ মিনিটে শুভদীপের গোলে এগিয়ে যায় দল। বিরতিতে ১-০ থাকে স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে ডায়মন্ডের আক্রমণের সামনে কার্যত উড়ে যায় ভিক্টোরিয়ার যাবতীয় প্রতিরোধ। আরও চার গোল করে ডায়মন্ড হারবারের তরুণ ব্রিগেড। ৫০ মিনিটে সুপ্রতিম ২-০ করেন। এরপর কাজির কামাল। পর পর তিন গোল করে ডায়মন্ডকে বড় জয় এনে দেন কাজি।
আরএফডিএলে জুনিয়র ব্রিগেডের দারুণ শুরুর পর কিবু ভিকুনার তত্ত্বাবধানে ডায়মন্ড হারবারের সিনিয়র দলও শুক্রবার থেকে আই লিগের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়ছে। জটিলতা কাটিয়ে আই লিগ শুরু হতে ফেব্রুয়ারির শেষ হয়ে যেতে পারে।

আরও পড়ুন-সংক্ষিপ্ত আইএসএলকে স্বীকৃতি, এএফসিতে ছাড়

Latest article