প্রতিবেদন : রাজ্য খাদ্য (Paddy) দফতরের ধান সংগ্রহ অভিযানে বড়সড় অগ্রগতি। চলতি খরিফ মরসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে গত আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে খবর, ধান বিক্রির জন্য এখনও পর্যন্ত ২৮ লক্ষ ১৫ হাজার ৮৩ জন কৃষক নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ১৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন কৃষকের কাছ থেকে ইতিমধ্যেই ২৯ লক্ষ ৯৫ হাজার ৮৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার ক্রয়কেন্দ্রগুলিতে প্রতিদিনই কৃষকদের ভিড় বাড়ছে বলে জানা গিয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হয়েছিল চলতি মরসুমের ধান (Paddy) কেনা অভিযান। এবার খরিফ মরসুমে মোট ৬৪ লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণে ক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, দ্রুত পেমেন্ট এবং অনলাইন নথিভুক্তিকরণ ব্যবস্থাকে আরও সক্রিয় করা হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে দাবি।
কৃষক মহলের একাংশের মতে, সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ থাকায় মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরতা কমেছে। ফলে বাজার দরের অনিশ্চয়তা থেকে কিছুটা সুরাহা মিলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, লক্ষ্যমাত্রা পূরণে আগামী সপ্তাহগুলিতে আরও দ্রুতগতিতে ধান সংগ্রহ চলবে।
আরও পড়ুন-নন্দীগ্রামে ‘দাগি’র মামলায় বাতিল ২০১৬-র প্যানেল ! বিস্ফোরক অভিযোগ

