প্রতিবেদন : রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম বিধি বা ‘ফার্স্ট স্ট্যাটিউট’ (First Statute) কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সিভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে স্ট্যাটিউটে অনুমোদন দিয়েছেন। এর ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীনভাবে প্রশাসনিক বিষয়, পঠন-পাঠন পরিচালনা করতে পারবে। এই প্রথম বিধির অনুমোদন পেল— কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সিধু-কানহু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, কোনও নতুন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য নিজস্ব প্রথম বিধি অপরিহার্য। এই বিধির মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিকাঠামো, উপাচার্য নিয়োগ পদ্ধতি, অ্যাকাডেমিক কাউন্সিল, ফিনান্স কমিটি, সিন্ডিকেট, পরীক্ষা ব্যবস্থা এবং কর্মী নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী নির্ধারিত হয়। বিধি অনুমোদনের অভাবে বিশ্ববিদ্যালয়গুলি অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে চলছিল। রাজ্যপালের অনুমোদনের পর এবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করা যাবে। দ্রুত উপাচার্য নিয়োগ, স্থায়ী রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ-সহ নতুন কোর্স চালুর পথও প্রশস্ত হল।
আরও পড়ুন-খরিফ মরশুমে আড়াই মাসে প্রায় তিরিশ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করল রাজ্য

