সংবাদদাতা, মেদিনীপুর : শুক্রবার মেদিনীপুর কলেজ মাঠে সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সভায় ১ লক্ষ মানুষের সমাগম করাই লক্ষ্য তৃণমূলের। মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম ও ঘাটাল সাংগঠনিক জেলার নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। নেতারা জানান, গোটা শহর দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। কর্মীদের জন্য একাধিক গেট রাখা হচ্ছে। ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন, মকর পরব চলছে। তাও এই জেলা থেকে ৪ হাজার মানুষ যাবেন। ৭০টি বাসের ব্যবস্থা হয়েছে। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা ও মেদিনীপুর সাংগঠনিক যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, এই জনসভার প্রায় ১ লক্ষ মানুষের সমাগম হবে। প্রচুর সংখ্যক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে। একজন কর্মীও যাতে সমস্যায় না পড়েন, সেদিকে নজর দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচন আসন্ন। একদিকে প্রশাসনিক স্তরে তার প্রস্তুতি চলছে। অপরদিকে জেলাজুড়ে রাজনৈতিক কর্মসূচি বাড়ছে। তৃণমূল চায় জেলায় জয়ের ধারা বজায় রাখতে। তাই কোমর বেঁধে নেমেছেন দলের প্রথম সারির নেতারা। লোকসভা ভোটের পর এক বছরের বেশি সময় কোনও নির্বাচন না থাকায় কর্মীদের অনেকেই নিস্তেজ হয়ে পড়ছিলেন। তাই তাঁদের চাঙ্গা করতেই জেলা সফরে বেরিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, আজ মানুষের ঢল নামবে। যা দেখে বিজেপি ভয় পাবে। সামনের নির্বাচনের পর দলটাই থাকবে না।

