উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ছয় ভলভো

Must read

সংবাদদাতা, কোচবিহার : ভার্চুয়াল মাধ্যমে শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ছয়টি নতুন স্লিপার ভলভো বাসের সূচনা করবেন। ছয়টি ভলভো বাস কিনতে রাজ্য সরকারের মোট ব্যয় হয়েছে ১১ কোটি ৩৬ লক্ষ টাকা। প্রতিটি গাড়ির দাম ১ কোটি ৮৯ লক্ষ টাকা বলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) শুক্রবার যখন ভার্চুয়ালি বাস পরিষেবার সূচনা করবেন তখন কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে থাকবেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, জেলাশাসক রাজু মিশ্র ও পরিবহন সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন-খরিফ মরশুমে আড়াই মাসে প্রায় তিরিশ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করল রাজ্য

বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করে পার্থপ্রতিম রায় এমনটাই জানান। বললেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে আরও এক ধাপ এগিয়ে গেল পরিবহণ সংস্থা। শুক্রবার থেকে স্লিপার ভলভো বাসগুলির পথচলা শুরু হচ্ছে কোচবিহার থেকে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালির সূচনা করবেন। পার্থপ্রতিম আরও বলেন, এখনও রুট চূড়ান্ত না হলেও আপাতত ঠিক হয়েছে পুশব্যাক বাসগুলি শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গের দিকে ও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে স্লিপার বাসগুলি চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ।

Latest article