ট্রাম্পকে ‘তুষ্ট’ করতেই নোবেল শান্তি পুরষ্কার উপহার! মাচাদোর লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদ

Must read

নোবেল পুরস্কার কাউকে হস্তান্তর করা, উপহার দেওয়া বা বিক্রি করা যায় না। একথা আগেই জানিয়ে দিয়েছে নোবেল কমিটি। তা সত্ত্বেও ট্রাম্পকে তুষ্ট করতে সেই নোবেল শান্তি পুরষ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Trump Nobel Peace Prize) হাতেই তুলে দিলেন মারিয়া কোরিনা মাচাদো। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। বারবার সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন বিভিন্ন দেশের সঙ্গে একাধিক দেশের তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন। তাঁর মধ্যস্থতায় নাকি মিটেছে একাধিক দেশের অশান্তি। শেষ পর্যন্ত ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর পাওয়া নোবেল শান্তি পুরষ্কার এল তাঁর হাতে।

গতকাল, বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ বৈঠকও করেন মারিয়া। তারপরেই গোটা বিষয়টি জানা যায়। অন্যের পাওয়া নোবেল শান্তি পুরষ্কার হাতে পেয়ে চওড়া হাসি ট্রাম্পের (Trump Nobel Peace Prize) মুখে। বললেন, “উনি দারুণ এক জন মহিলা। আমার কাজের জন্য মারিয়া ওঁর নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়ে দিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধার একটা দারুণ নজির এটা। ধন্যবাদ মারিয়া।”

আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে মারিয়া কোরিনা মাচাদো বলেছেন,”ভেনেজুয়েলায় স্বাধীনতা ফেরানোর বিষয়ে প্রতিশ্রুতি বজায় রাখার জন্য তিনি ওই পুরস্কার ট্রাম্পকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” সম্প্রতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে আনে মার্কিনি সেনা। এখন দক্ষিণ আমেরিকার এই দেশে অন্তর্বর্তী সরকার চলছে। যার প্রধান ডেলসি রডরিগেজ। মারিয়ার লক্ষ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদের। তাই কি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ? জোর জল্পনা আন্তর্জাতিক মহলে।

Latest article