বাংলায় কথা বলায় যোগী রাজ্যে খুন সিঙ্গুরের (Singur_Uttar Pradesh) যুবক। বিগত কয়েক মাস ধরেই বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশী তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। প্রাণও যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এবার ঘটনার স্থান ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশ। বাংলায় কথা বলায় প্রাণ হারাতে হল সিঙ্গুরের বাসিন্দা শেখ সইদুল্লাকে (৩২)।
বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রোশের শিকার শেখ সইদুল্লা । তাঁর বাড়ি সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। উত্তরপ্রদেশ (Singur_Uttar Pradesh) এর ওরাইয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ওরাইয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুন-মুসলিম ভোটার বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিজেপি! আত্মঘাতী হতে চাইছেন BLO
বিগত পাঁচ বছর ধরে উত্তরপ্রদেশে দোকান ঘর ভাড়া নিয়ে সোনার দোকান সইদুল্লার। তিন বছরের বাচ্ছা রয়েছে। মৃতের স্ত্রী আরমিনা বেগম জানিয়েছেন, বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিলেন তারা। বাইরে হিন্দিতে কথা বললেও বাড়িতে বাংলাতে কথা বলতেন। সুযোগ পেয়ে তারা খুন করেছে স্বামী কে। মৃতের মা আজমীরা বেগম বলেন, বাংলায় কথা বলা নিয়ে বাংলাদেশী বলে ছেলেকে খুন করেছে।
এই ঘটনার পরই এলাকার অন্যান্য পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে রয়েছে। এই ঘটনার পর অনেকেউ ভিন রাজ্যে কাজে যেতে চাইছে না। আগামী ১৭ তারিখ সিঙ্গুর বিডিও অফিসে এসআইআরের এর শুনানি ছিল স্ত্রীর। তাই সে চলে এসেছিলো গ্রামে। আর সইদুল্লা র ১৯ তারিখ এসআইআরের শুনানি ছিল। তাই সে একদিন পর আসতো সিঙ্গুরে। খবর পেয়ে আজ সকালে হরিপালের বিধায়ক করবী মান্না বাড়িতে এসে সমবেদনা জানায় পরিবারের সদস্যদের।

