অমর্ত্যের বাড়িতে শুনানি

Must read

সংবাদদাতা, বোলপুর : নির্বাচন কমিশনের কাছে কারোরই যেন ছাড় নেই! কাকে নোটিশ পাঠাতে হয়, কাকে পাঠাতে নেই সেই জ্ঞানটাও তাদের নেই। থাকলে আর শান্তিনিকেতনের ভূমিপুত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) এসআইআর শুনানির নোটিশ পাঠানোর ধৃষ্টতা দেখাতে পারত না। বৃহস্পতিবার নির্ধারিত দিনে তাঁর বাড়িতে এসে সমস্ত নথিপত্র যাচাই করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কয়েকদিন আগে মায়ের বয়সের সঙ্গে অমর্ত্যর বয়সের পার্থক্য আছে বলে নোটিশ পাঠানো হয়েছিল। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান অমর্ত্যর (Amartya Sen) মামাতো ভাই শান্তভানু সেন ও প্রতীচী ট্রাস্ট। এদিন প্রতীচী ট্রাস্টের তরফে কমিশনের প্রতিনিধিদের হাতে অমর্ত্যর সমস্ত তথ্য তুলে দেওয়া হয়।

আরও পড়ুন- সিপিএমের হার্মাদরাই বিজেপির বড় জল্লাদ, ১৫–০ করার ডাক দিলেন অভিষেক

Latest article