দুই বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চায়, মেদিনীপুরের সভায় অভিষেক

Must read

প্রতিবেদন : মেদিনীপুরের দুই বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চায়! কিন্তু আমরা দরজা খুলছি না। এভাবেই আজ মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে নাম না করে বিজেপির হাটে হাঁড়ি ভেঙে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। এদিন তিনি (Abhishek banerjee) বলেন, আমি নাম বলছি না, বিজেপির এখানে ক’টা এমএলএ আছে? দুটো।
বিজেপির এই দুই বিধায়কই তৃণমূলে আসতে চান। তাঁরা চাইছেন আসতে। কিন্তু আপনাদের দাবি মেনে আমরা দরজা বন্ধ করে রেখেছি। যাঁরা এখানে পঞ্চাশের ওপর বয়সের আছেন, তাঁরা জানেন শীতল কপাটের ইতিহাস। শীতল কপাট কীভাবে সন্ত্রাস করেছে, সবাই জানে। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। এরা তৃণমূলের সম্পদ জীবনে হবে না।
যতদিন আমরা আছি ততদিন এদের জন্য তৃণমূলের দরজা খুলবে না। মঞ্চে থাকা অজিত মাইতিকে দেখিয়ে বলেন, এই অজিত মাইতির সঙ্গে হিরণ আমার অফিসে এসেছিল। কিন্তু আমরা দলে নিইনি। আপনাদের দাবিকে মান্যতা দিয়ে দলে নিইনি। কিন্তু এবার খড়্গপুরে আমাদের জেতাতে হবে।

আরও পড়ুন- সিপিএমের হার্মাদরাই বিজেপির বড় জল্লাদ, ১৫–০ করার ডাক দিলেন অভিষেক

Latest article