সংবাদদাতা, মালদহ : এসআইআর-আতঙ্কে (SIR_Rajbanshi) একের পর এক মৃত্যুমিছিল। এবার ঘটনাস্থল মালদহের মঙ্গলবাড়ি। শুনানির নোটিশ পেয়ে ভিটেমাটি হারানোর আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যা করলেন রাজবংশী মহিলা। কামঞ্চ গ্রামের বাসিন্দা বানতি রাজবংশী (৫০)। শুক্রবার সকালে বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর (SIR_Rajbanshi) শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই বানতি মানসিকভাবে অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কিত ছিলেন। সেই মানসিক চাপ থেকেই তিনি বিষ খান বলে অভিযোগ। ঘটনার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতের পরিবার। কমিশনের অমানবিকতা নিয়ে তুলেছেন একাধিক প্রশ্ন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন- মেলা শেষে সাফসুতরো গঙ্গাসাগর

