বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত, বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত।

Must read

নয়াদিল্লি: বিতর্কিত বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে ওঠা ইমপিচমেন্ট প্রস্তাব খতিয়ে দেখতে লোকসভার স্পিকার যে তদন্ত কমিটি গঠন করেছেন, তাতে কোনও আইনি ত্রুটি নেই। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এস সি শর্মার একটি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, স্পিকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই এবং বিচারপতি ভার্মা কোনও বিশেষ আইনি স্বস্তি পাওয়ার অধিকারী নন।

আরও পড়ুন-শ্রেয়াঙ্কার পাঁচ, এখনও অপরাজিত স্মৃতির দল

প্রসঙ্গত, বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। এরপরই তাঁর বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়। অন্যদিকে বিচারপতি ভার্মার মূল অভিযোগ ছিল, লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই একইদিনে (২১ জুলাই) এই প্রস্তাব আনা হলেও লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা না করেই এককভাবে তদন্ত কমিটি গঠন করেছেন। তাঁর আইনজীবী মুকুল রোহতগির দাবি ছিল, এটি ১৯৬৮ সালের বিচারক (তদন্ত) আইন’-এর ৩(২) ধারার লঙ্ঘন। রোহতগি আরও জানান, ১১ অগাস্ট রাজ্যসভায় এই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর ১২ অগাস্ট লোকসভার স্পিকারের এই কমিটি গঠন করার কথা নয়। গত ৮ জানুয়ারি এই মামলার রায় সংরক্ষিত রাখার সময় বিচারপতি দত্ত জানিয়েছিলেন যে, স্পিকারের কমিটি গঠনের প্রক্রিয়ায় কিছুটা অসঙ্গতি থাকলেও তা পুরো কমিটি বাতিল করার মতো গুরুতর কি না, তা বিচার্য। শুক্রবার রায়দানের সময় আদালত জানায়, একদিকে যেমন অভিযুক্ত বিচারপতির অধিকার সুরক্ষিত রাখা প্রয়োজন, অন্যদিকে সংসদের সদস্যদের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ইতিপূর্বে সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে গঠিত একটি তিন সদস্যের প্যানেল বিচারপতি বর্মাকে ‘অসদাচরণ’-এর জন্য দোষী সাব্যস্ত করেছিল এবং সেই রিপোর্ট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বর্ষীয়ান আইনজীবী বি ভি আচার্যকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন স্পিকার। শীর্ষ আদালতের এদিনের এই রায়ের ফলে বিচারপতি ভার্মার বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না।

Latest article