সংবাদদাতা, সিঙ্গুর : যে মাটিতে দাঁড়িয়ে নির্বাচনের আগে ভূরি ভূরি প্রতিশ্রুতি দিতে আসছেন প্রধানমন্ত্রী, সেই মাটিকে বিজেপি কীভাবে অপমান ও অসম্মান করে চলেছে, তার নথি প্রধানমন্ত্রীর সফরের আগেই তুলে ধরবে হুগলির সিঙ্গুর। রবিবার প্রধানমন্ত্রীর সভার আগেই বিজেপিশাসিত রাজ্যে ক্রমাগত বাঙালির হেনস্থার প্রতিবাদে সরব হবে সিঙ্গুর।
আরও পড়ুন-যাত্রা শুরু ৬ ভলভো বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
১৮ জানুয়ারি হুগলির সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। মোদির আসার আগেই বিতর্কে সিঙ্গুরে তাঁর সভা। সভা যাঁদের জমিতে তাঁদের অনুমতি না নিয়েই করা হচ্ছে, বলে অভিযোগ তোলেন স্থানীয় চাষিরা। এবার সেই পরিস্থিতে মোদির সভার আগেই সবার নজর শনিবারের তৃণমূলের সভার দিকে। শনিবারের সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক করবী মান্না-সহ হুগলি জেলার তৃণমূল নেতৃত্ব। বিধায়ক জানান, এই সভা আমাদের আগে থেকেই ঘোষিত কর্মসূচি। মূলত এসআইআর-এর নামে নির্বাচন কমিশন মানুষকে যে হয়রানি করছে, এছাড়াও বিজেপি রাজ্যগুলিতে বাঙালিদের উপর আক্রমণ-সহ বিজেপির বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে তৃণমূল এই সভা করতে চলেছে। এই সভায় কয়েক লক্ষ মানুষ আসবেন।

