সিকিমে ‘জিরো পয়েন্টে’ বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়।

Must read

পাহাড় প্রেমই ‘কাল’ হল! শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়। কিন্তু শুক্রবার উত্তর সিকিমের (North Sikkim) পার্বত্য এলাকায় ছুটি কাটাতে গিয়ে মারা গেলেন কলকাতার এক মহিলা। সূত্রের খবর, ওই মহিলা পরিবারের সঙ্গে সিকিমে ছুটি কাটাতে গিয়েছিলেন। লাচুং পৌঁছোনোর পর থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বেশ কয়েকবার বমিও করেছিলেন। কিন্তু এতটা অসুস্থতা সত্ত্বেও, তিনি বৃহস্পতিবার ১৫,৩০০ ফুট উঁচুতে জিরো পয়েন্টে ঘুরতে যাওয়ার ফলেই এই বিপত্তি। আরও বেশি সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে খাবার খেয়ে বিশ্রাম নিতে যান তবে মাঝরাতে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ঘনঘন বমি ও শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।

আরও পড়ুন-আজ বহরমপুরে অভিষেকের রোড শো

এরপরেই এদিন রাত ২ টো নাগাদ, বেশি উচ্চতার ফলে বাড়তে থাকে অসুস্থতা। দ্রুত লাচুং আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাচুং ৯,৬০০ ফুট উচ্চতায় খুব সুন্দর দর্শনীয় স্থান হলেও অনেকেরই হাই অল্টিচ্যুড সিকনেস থাকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মহিলার সেই সমস্যা ছিল হয়তো তাই তিনি অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন-ভয়ঙ্কর এসআইআর বন্ধ হওয়া দরকার

উল্লেখ্য, এই ঘটনার পরেই ফের একবার সিকিম প্রশাসন পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে। উচ্চতায় দ্রুত ওঠার আগে যথেষ্ট পরিমান বিশ্রাম নেওয়া, শরীর খারাপ থাকলে ভ্রমণ না করা এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Latest article