প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর স্মৃতির পাতায় মহানায়িকা সুচিত্রা সেন! বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি নাম সুচিত্রা সেন। ভুবন ভোলানো হাসি আর অসাধারণ অভিনয়শৈলীর মাধ্যমে বাঙালির মনে আজও মহানায়িকা তিনি। ১৭ জানুয়ারি সুচিত্রা সেনের প্রয়াণ দিবস। স্মৃতির পাতা উল্টে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিনি লেখেন, ”বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তাঁকে জানাই অন্তরের শ্রদ্ধা। সুচিত্রা সেনের জীবনের শেষপর্বে তাঁর কাছাকাছি যাওয়ার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সময় তিনি কারও সাথে দেখা করতেন না, একমাত্র আমাকেই তিনি প্রতিদিন দেখা করতে এবং রোগশয্যায় তাঁর কাছে যেতে অনুমতি দিয়েছিলেন। মেয়ে মুনমুনকে তিনি বলেছিলেন যে, আমাকে তিনি পরিবারের সদস্যের মতো দেখেন। তাঁর সান্নিধ্য ও স্নেহ পাওয়ার এই দুর্লভ সৌভাগ্য আমার হয়েছিল।
মহানায়ক উত্তমকুমারকে কাছ থেকে দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু বাংলা চলচ্চিত্রের সুবর্ণ যুগের নায়িকার সঙ্গে এই নৈকট্য আমার মনের মণিকোঠায় চিরদিন সঞ্চিত থাকবে।”
আরও পড়ুন-ভয়ঙ্কর এসআইআর বন্ধ হওয়া দরকার
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়। তার তিন সপ্তাহ আগে ফুসফুসে সংক্রমণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বাংলা চলচ্চিত্রের চিরকালীন মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে তাঁকে জানাই অন্তরের শ্রদ্ধা।
সুচিত্রা সেনের জীবনের শেষপর্বে তাঁর কাছাকাছি যাওয়ার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই সময় তিনি কারও সাথে দেখা করতেন না, একমাত্র আমাকেই তিনি প্রতিদিন দেখা করতে…
— Mamata Banerjee (@MamataOfficial) January 17, 2026

