ঝাড়খণ্ডে মৃত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের পরিবারে পাশে রাজ্য সরকার। শুক্রবার, বহরমপুর থেকে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, আমাদের বিধায়ক-সাংসদরা মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে দাঁড়াবে। একই সঙ্গে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর ঘোষণা করেন অভিষেক।
অভিষেক (Abhishek banerjee) জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যে ২ লাখ টাকা আর্থিক সহায়তা এবং মৃত শ্রমিকের স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, অপরিকল্পিত এসআইআর-এর কারণে দু-মাসের মধ্যে প্রায় ৮৪ জন মানুষ মারা গিয়েছেন। ১১৬টি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর চালু করল রাজ্য সরকার। মুর্শিদাবাদে রোড শো করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। ভিন রাজ্যে গিয়ে যদি কোনও পরিযায়ী শ্রমিক সমস্যায় পড়েন, তাহলে ফোন করে সমস্যার কথা জানালে তৃণমূল সরকার সর্বাত্মকভাবে তাঁদের ফিরিয়ে আনতে সাহায্য করবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানান, পরিযায়ী শ্রমিকদের জন্য দু’টি হেল্পলাইন নম্বর হল, ৭৪৩০০০০০৩০ এবং ৯১৪৭৮৮৮৩৮। এই নম্বরে কারও কোনও অসুবিধা হলে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। আইনি সহায়তা প্রদান করে আপনাদের ফিরিয়ে আনবে।
গত বছরের মাঝামাঝি সময় থেকেই ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিদের উপর হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় বঙ্গরাজনীতি। বাংলা ভাষায় কথা বলার জন্য ভিনরাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে শ্রমিকদের। এমনকী প্রাণও যাচ্ছে বহু শ্রমিকের। জেলায় জেলায় ক্ষোভের আগুন জ্বলছে। কিন্তু এর মধ্যেও শান্তি-শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার পরামর্শ দিয়েছেন অভিষেক।

