প্রতিবেদন: এবার ধর্মীয় অনুষ্ঠানের নামে বিজেপির (shame on bjp) জুলুমবাজিও শুরু হল। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবস্থিত মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে হিন্দু সম্মেলন ও সহস্র কণ্ঠে গীতাপাঠ-এর নামে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। এই কলেজের জিবিতে সভাপতি হিসাবে আছেন বীরবাহা হাঁসদা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনও ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে কলেজের পক্ষ থেকে টাকা দেওয়া হবে না। এসবকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রয়োজনে পুলিশে অভিযোগ জানানো হবে।
আরও পড়ুন- বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা! অভিষেকের মুর্শিদাবাদে টার্গেট ২২-০

