স্বপ্নটা এখনও বেঁচে, অবসর উড়িয়ে জকো আজ শুরু অস্ট্রেলিয়ান ওপেন

২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের স্বপ্নটা এখনও বেঁচে। অবসর নিয়ে সাংবাদিকের প্রশ্ন উড়িয়ে সাফ জানালেন নোভাক জকোভিচ।

Must read

মেলবোর্ন, ১৭ জানুয়ারি : ২৫তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের স্বপ্নটা এখনও বেঁচে। অবসর নিয়ে সাংবাদিকের প্রশ্ন উড়িয়ে সাফ জানালেন নোভাক জকোভিচ। রবিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। শনিবার মিডিয়ার মুখোমুখি হয়ে জকোভিচ বলেন, শেষ দুটো বছর খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু এই নিয়ে কোনও অভিযোগ করতে রাজি নই। কোনও আক্ষেপও নেই। এই খেলাটা আমাকে দু’হাত ভরে দিয়েছে। তাই আমি টেনিসের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন-কসবা এলাকায় বাড়িতে বিস্ফোরণ!

২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা আরও বলেছেন, ৩৮ বছর বয়সেও আমার স্বপ্ন এখনও বেঁচে। সর্বোচ্চ পর্যায়ের টেনিসে কমবয়সীদের সঙ্গে পাল্লা দেওয়াই আমার মোটিভেশন। পাশাপাশি টেনিসের প্রতি আবেগ এবং ভালবাসাও আমাকে খেলা চালিয়ে যেতে উদ্দীপ্ত করে। জকোভিচের সংযোজন, কবে অবসর নিচ্ছি, এই প্রশ্নের মুখোমুখি ইদানীং প্রায়ই হতে হয়। এক না একদিন তো সেই দিনটা আসবেই। তবে সেটা কবে, তা আমি জানি না। এটা নিয়ে কথাও বলতে চাই না। এখনও আমি বিশ্বের সেরা চারজনের একজন।
২০২৩ সালের পর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। গত দুটো বছরে গ্র্যান্ড স্ল্যামে আসরে বারবার হেরেছেন কার্লোস আলকারেজ ও জানিক সিনারের কাছে। এই প্রসঙ্গে জকোভিচের বক্তব্য, আমি কিন্তু গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারেজকে হারিয়েছিলাম। সুস্থ এবং ফিট থাকলে, এখনও বিশ্বের যে কোনও খেলোয়াড়কে হারানোর ক্ষমতা রাখি। জানি, আলকারেজ ও সিনার নিজেদের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু তাই বলে, আমার কোনও সুযোগ নেই, এটা ভাবি না।
এদিকে, শনিবার রড লেভার এরিনা মাতালেন রজার ফেডেরার-আন্দ্রে আগাসিরা। লেজেন্ডদের প্রদর্শনী ডাবলস ম্যাচে বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি লেটন হিউইট ও প্যাট র‍্যাফটারকে ২-৪, ৪-২, ৪-২ সেটে হারিয়েছেন ফেডেরার ও আগাসি। মাঝে কিছুটা সময় ফেডেরারের সঙ্গে জুটি বেঁধে খেলেন প্রাক্তন মহিলা তারকা অ্যাশলে বার্টিও।

Latest article