সুস্থ মার্টিনকে ফের টানছে সমুদ্রসৈকত

মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে সুস্থ হয়ে উঠেছেন ড্যামিয়েন মার্টিন। শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার।

Must read

মেলবোর্ন, ১৭ জানুয়ারি : মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে সুস্থ হয়ে উঠেছেন ড্যামিয়েন মার্টিন। শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মার্টিন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে, কোমায় চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় তিনি সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন-ট্রাম্পকে মাচাদোর নোবেল হস্তান্তর:কী নিয়ম জানাল নরওয়ের কমিটি

এদিন অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে নিজের ছবি পোস্ট করেছেন মার্টিন। সঙ্গে লিখেছেন, আমার পরিবার, বন্ধু, সতীর্থ এবং ভক্তদের ধন্যবাদ। ২৭ ডিসেম্বর আমার জীবনের ভয়ঙ্করতম দিন। জীবন একেবারেই আমার হাতে ছিল না। মেনিনজাইটিস আমার মস্তিষ্কে আক্রমণ করেছিল। যা থেকে আমার মৃত্যুও হতে পারত। আট দিন কোমায় ছিলাম আমি। ওই কঠিন পরিস্থিতিতে সবাই আমার পাশে ছিলেন। অবশেষ আমি রোগমুক্ত এবং সুস্থ। এখন সমুদ্রসৈকতে নতুন করে ফিরে পাওয়া জীবন উপভোগ করছি।

Latest article