সংবাদদাতা, নন্দীগ্রাম : দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই নন্দীগ্রামে বিজেপি-বিরোধী হাওয়া তীব্রতর হয়েছে। তাতেই সবুজ ঝড়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। দু’নম্বর ব্লকের আমদাবাদ কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে ১২ আসনের ১২টিই তাদের দখলে। বিপরীতে বিজেপি ও বামেদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নন্দীগ্রামে সেবাশ্রয় শুরু হওয়ার প্রত্যক্ষ প্রভাব পড়েছে এই সমবায় নির্বাচনে।
আরও পড়ুন-এসআইআর-চাপে ব্রেন স্ট্রোক বিএলওর
রবিবার সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে ছিল টানটান উত্তেজনা। সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ভোট হয়। বিকেলে ফলপ্রকাশ হতেই ১২ আসনের সবক’টিই পেয়ে যান তৃণমূল প্রার্থীরা। তৃণমূলের বিপুল সাফল্যে গেরুয়া নেতাদের কপালে চিন্তার ভাঁজ। এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল। আমদাবাদও বর্তমানে তৃণমূলের দখলে। মাসখানেক আগে এই সমবায়ের নির্বাচন ঘোষণা হতে শাসক এবং বিরোধী উভয় রাজনৈতিক দল মাঠে নেমে পড়ে। তৃণমূল, বিজেপি এবং সিপিএমের তরফ থেকে ১২টি আসনেই প্রার্থী দেওয়া হয়। যার মধ্যে একটি আসন মহিলা সংরক্ষিত এবং অপর দুটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। ৯০০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৮৯%। জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিপুল উল্লাসে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সাধারণ সম্পাদক অরুণাভ ভুঁইয়া বলেন, সমবায় ভোটের ফলাফল জানান দিচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল জয়ের হাসি হাসতে চলেছে। বিজেপি ধুয়েমুছে সাফ হয়ে যাবে।

