প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্কতা লালবাজারের

চলতি বছর ২৬ জানুয়ারি যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

Must read

চলতি বছর ২৬ জানুয়ারি যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। লালবাজারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৪ জানুয়ারি সকাল ৬ টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত হসপিটাল রোড ,কুইন্সওয়ে , লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, খিদিরপুর রোড ,রেড রোড ,গোষ্টপাল সরণি ,আর.আর. অ্যাভিনিউ , গভঃ প্লেস ইস্ট এবং গভঃ প্লেস ওয়েস্টের মধ্যবর্তী দক্ষিণ অংশ,-এই রাস্তাগুলিতে যানবাহন বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। পন্যবাহী যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকবে। সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডে কোনও পণ্যবাহী যান চলাচল করতে পারবে না বা দাঁড়াতে পারবে না।

আরও পড়ুন-অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

এছাড়া ওই দিন আলিপুর রোড ও বেলভেডিয়ার রোড থেকে আসা গাড়িগুলোকে এ.জে.সি বোস রোড, স্ট্র্যান্ড রোড এবং গভঃ প্লেস (ওয়েস্ট) হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। হরিশ মুখার্জি রোড থেকে আসা ট্রাফিক, ক্যাথেড্রাল রোড ও জে.এল নেহেরু রোড হয়ে যাবে। এই দিন এ.জে.সি বোস রোড, স্ট্র্যান্ড রোড, সি.আর অ্যাভিনিউ এবং জে.এল নেহেরু রোডে ভোর ৫ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত বা প্যারেড শেষ না হওয়া না পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ২৫ জানুয়ারি রাত ১০ টা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি ভোর ৫ টা ৩০ মিনিট থেকে প্যারেড চলাকালীন হসপিটাল রোড পূর্ব ও পশ্চিম,লাভার্স লেন ও কুইন্সওয়ে, খিদিরপুর রোড (ঘোড়া পাস থেকে জে এন্ড এন আইল্যান্ড পর্যন্ত),ডাফরিন রোড ও আউটরাম রোড,এসপ্ল্যানেড র‍্যাম্প এবং আরও কয়েকটি সংযোগকারী রাস্তা বন্ধ থাকবে। শুধুমাত্র প্যারেডে অংশগ্রহণকারীদের যানবাহন কুইন্সওয়ে এবং ক্যাথেড্রাল রোডের ক্রসিং দিয়ে ঢুকতে পারবে। গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য বিশেষ ‘পাস’ এর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন-লিভইন পার্টনারকে খুন করে দেহ ট্রাঙ্কে ভরার অভিযোগ অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে

উল্লেখ্য, বাংলায় আসন্ন নির্বাচন, এসআইআর বিতর্ক মাথায় রেখে এবারে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের মতোই থাকছে অতিরিক্ত পুলিশ কর্মী, রেড রোড চত্বরকে বিভিন্ন জোনে ভাগ করে প্রতিটি জোনে ডিসি পদমর্যাদার অফিসার ছাড়াও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া বাড়ছে নাকা চেকিং।

Latest article