প্রতিবেদন : জীবিত ভোটারদের মৃত বানাতে এবং মৃত ভোটারদের জীবিত করতে সিদ্ধহস্ত হয়ে উঠেছে বিজেপির এজেন্সি নির্বাচন কমিশন। এদিন তাদের কাজের নমুনা তুলে ধরতে র্যা ম্পে ফের ৫ ‘ভূত’ হাঁটালেন অভিষেক।
আরও পড়ুন-এসএসসি : বয়সে ছাড় নয়, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ
সোমবার বারাসতের কাছারি ময়দানে ‘রণসংকল্প’ সভার শেষে অশোকনগরের অনিতা চক্রবর্তী, বাদুড়িয়ার আবদুল লতিফ মণ্ডল, দমদম উত্তরের শীলা ঘোষ, বীজপুরের কমলা ঘোষ ও হালিসহরের সোমেশ্বর কর্মকারের ‘ভূত’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটেন! এই পাঁচজন নির্বাচন কমিশনের তালিকায় ‘মৃত’ অথচ বাস্তবে জীবিত। এই ভোটারদের সঙ্গে মাঠে আসা মানুষদের পরিচয় করিয়ে দিয়ে নির্বাচন কমিশনের অক্ষমতা তুলে ধরেন তৃণমূলের সেনাপতি। তিনি বলেন, বেঁচে থাকতেও কয়েকজনকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে! ভ্যানিশ কুমার তো চোখ থাকতেও দেখতে পান না। মুখ্যমন্ত্রী চতুর্থবার সরকারে আসার পর একটা আবেদন করব যাতে ‘ছানিশ্রী’ বলে একটা প্রকল্প শুরু করেন।

