প্রতিবেদন: বিএলওর দায়িত্ব সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা স্কুল শিক্ষকদের। এর মধ্যেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাতেও রয়েছে বাড়তি দায়িত্ব। কিন্তু তাদের কতক্ষণ ডিউটি দেওয়া হবে সেই বিষয়টি এবার নির্ধারিত করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। ইতিমধ্যেই সংসদের তরফে স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি দিয়ে জানানো হয়েছে ডিউটির সময়। মূলত শিক্ষকদের উপর চাপ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। প্রধান শিক্ষকদের পাঠানো ঐ নির্দেশিকায় বলা হয়েছে পরীক্ষার ক্ষেত্রে প্রধান পরীক্ষকদের ২১ দিনের বেশি কাজ দেওয়া যাবে না। পরীক্ষকরা কাজ করবেন তিন দিন। স্কুটিনিয়ারদের সর্বোচ্চ কাজ থাকবে ১০ দিন। ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য শিক্ষকরা পাবেন সর্বোচ্চ ১৬ দিনের কাজ। সংসদের নমিনিদের সময় দেওয়া হবে সর্বোচ্চ ১৩ দিন। এছাড়াও ছুটির দিন বা রবিবার কাজ করানো হলে সেক্ষেত্রে অন ডিউটি বলে ঘোষণা করতে হবে বলে জানানো হয়েছে সংসদের তরফে।

