আনোয়ার ইস্যুতে ক্যাসে মোহনবাগান

Must read

প্রতিবেদন : আনোয়ার আলির (anwar ali) চুক্তিভঙ্গ নিয়ে মামলায় এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হল মোহনবাগান সুপার জায়ান্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নিষ্ক্রিয়তায় প্রায় ১৭ মাস ঝুলে থাকা আনোয়ার মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সোমবার লুসানের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসকে (সিএএস) চিঠি দিয়েছে মোহনবাগান। এআইএফএফ-এর ভূমিকায় অনাস্থা প্রকাশ করা হয়েছে।
এর আগে গত বছর ১৪ নভেম্বর ফিফা এবং এএফসি-কে পাঠানো ছ’পাতার চিঠিতে আনোয়ার ইস্যুর দ্রুত সমাধানের আর্জি জানানো হয়েছিল মোহনবাগানের তরফে। দীর্ঘদিন মামলা ঝুলিয়ে রাখায় চিঠিতে প্রশ্ন তোলা হয়েছিল ফেডারেশনের ভূমিকা নিয়ে।

আরও পড়ুন-আইএসএল : মাঠ সমস্যায় সূচিতে জট

মোহনবাগানের অভিযোগ, অনৈতিকভাবে তাদের সঙ্গে চুক্তি ভেঙে দুই মরশুম আগে ইস্টবেঙ্গলে সই করেন আনোয়ার। এই ইস্যুর দ্রুত নিষ্পত্তি চেয়ে মোহনবাগান প্রথমে ফেডারেশনের অ্যাপিল কমিটির দ্বারস্থ হয়েছিল। কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং অ্যাপিল কমিটি বিষয়টি দিনের পর দিন ঝুলিয়ে রাখে। গত নভেম্বরেই অ্যাপিল কমিটির চেয়ারম্যান পদত্যাগ করায় দু’বার শুনানি বাতিল হয়। ফেডারেশন জানায়, অ্যাপিল কমিটির শূন্যস্থান ভরাট না হওয়া পর্যন্ত বিষয়টির নিষ্পত্তি হবে না। কিন্তু ডিসেম্বরের এজিএমে কমিটিতে নতুন সদস্য এনেও ঝুলে থাকে বিষয়টি। এর মধ্যেই আনোয়ার (anwar ali) স্বয়ং দ্রুত শুনানি চেয়ে ফেডারেশনকে আইনি নোটিশ পাঠান। দাবি করেন, তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন দেখার, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বহু চর্চিত বিতর্কের সমাধান হয় কি না!

Latest article