দুবাই, ১৯ জানুয়ারি : হয় ঘোষিত সূচি অনুযায়ী ভারতের মাটিতে খেলো। নয়তো টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে। সিদ্ধান্ত নিতে হবে বুধবারের মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (ICC_BCB) চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি (ICC_BCB)। এর পরেও বিসিবি যদি ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আইসিসি সূত্রের খবর তেমনটাই। যদিও বিসিবি দাবি করছে, এমন কোনও সময় বেঁধে দেয়নি আইসিসি।
এই সুযোগে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের খবর, আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখার পরিকল্পনা নিয়েছে পাক ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জাতীয় দলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ রাখতে বলেছেন।
আরও পড়ুন-আনোয়ার ইস্যুতে ক্যাসে মোহনবাগান
ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলার কারণ হিসাবে বাংলাদেশ বোর্ড নিজেদের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সমর্থক এবং সাংবাদিকদের নিরাপত্তার অভাবের কথা বলেছে। পিসিবি মনে করছে, এটা কোনও অমূলক দাবি নয়। অবশ্য পাক মিডিয়াতে পিসিবির এক সূত্র জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না পাকিস্তান। এর আগে পিসিবি চেয়ারম্যান নকভি জানিয়েছিলেন, বাংলাদেশ চাইলে পাকিস্তানের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে। যদিও হাস্যকর সেই যুক্তি উড়িয়ে দিয়েছিল আইসিসি শীর্ষ কর্তাদের একাংশ। তাঁদের পাল্টা প্রশ্ন ছিল, বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। তাহলে কোন অধিকারে টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করতে চাইছে পাকিস্তান?

