সংবাদদাতা, সিউড়ি : ২০১৭ থেকে সিউড়ি হাটজনবাজার রেললাইনের উপরে ওভারব্রিজের কাজ শুরু হয়েছিল। দীর্ঘ ১০ বছর কাটতে চললেও এখনও সেটি চালু করতে পারেনি ভারতীয় রেল দফতর। কেন চালু হচ্ছে না, এই নিয়ে লোকসভায় বারবার সোচ্চার হয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। কিন্তু কোনও সদুত্তর পাননি কেন্দ্রের বিজেপি সরকারের কাছে। সামনেই নির্বাচন, মাধ্যমিক পরীক্ষা, তারপরে উচ্চমাধ্যমিক, সময়মতো পরীক্ষাকেন্দ্রে না পৌঁছতে পারলে সমস্যায় পড়বে পরীক্ষার্থীরা। এই ওভারব্রিজ যদি দ্রুত চালু না হয় তাহলে সিউড়ি শহরে সাধারণ মানুষ অসুবিধায় পড়ে যাবে। ওভারব্রিজের ওপরে পিচের রাস্তা হওয়ার পরেও কোনও এক অজ্ঞাত কারণে ভারতীয় রেল দফতর এই ওভারব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ করে রেখে দিয়েছে। সোমবার সাংসদ সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরিকে নিয়ে ওভারব্রিজ পরিদর্শন করলেন। জানালেন, যা ওভারব্রিজের অবস্থা বর্তমানে অনায়াসে গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া যায়। তাই রেলকে চাপ দেওয়া হবে। সোমবার সংসদের নেতৃত্বে ওভারব্রিজ পরিদর্শন করা হবে সেটা আগেই রেলকে জানানো হয়েছিল।

