কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

Must read

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে ধিক্কার জানিয়ে চলল স্মারকলিপি প্রদান। হল প্রতিবাদের মিছিল ও অবস্থানও। এদিন কোচবিহারের শীতলকুচি বিডিও অফিসে গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের (ECI_TMC) দলীয় কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে বিডিও অফিসে এসে শেষ হয়। মিছিল ও গণ ডেপুটেশনকে ঘিরে বিডিও অফিস চত্বরে মোতায়েন ছিল কড়া পুলিশি নিরাপত্তা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ, সাধারণ সম্পাদক মদন বর্মন-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। মাথাভাঙা ২ ব্লক বিডিও অফিসের সামনে এসআইআর-এর নামে হয়রানি এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে শামিল হল মাথাভাঙা ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেস। মালদহের ইংরেজবাজারে পথে নামে তৃণমূল। এই আন্দোলনে নেতৃত্ব দেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুমালা আগরওয়ালা,আশিস কুণ্ডু, শুভময় বসু, গৌতম দাস ও শুভদীপ সান্যাল-সহ দলের অন্যান্য নেতারা। কালিয়াগঞ্জে এদিন এসআইআরের ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জ বিডিও অফিস চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে এল কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী৷ ব্লক প্রশাসন সূত্রে খবর, সোমবার কালিয়াগঞ্জ ব্লকের এসআইআর-এর ফর্ম সেভেনের জমা দেওয়ার শেষ দিন। ফলে এদিন দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গৌতম বিশ্বাস ও ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিয়ালি দাস সাহার স্বামী অমিত সাহা তাঁদের ওয়ার্ডের ফর্ম সেভেন জমা দিতে আসেন বিডিও অফিসে।

আরও পড়ুন-রেল ওভারব্রিজ খোলার দাবিতে পথে সাংসদ শতাব্দী

Latest article