জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

Must read

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল রবিবারই। গুলিতে গুরুতর জখম হয়েছিলেন ৩ সেনা আধিকারিক-সহ মোট ৭ জন। সোমবারও অব্যাহত গুলির লড়াই। শহিদ হলেন গজেন্দ্র সিং নামে এক জওয়ান। বাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’এর পক্ষ থেকে জানানো হয়েছে, সিংপুরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান গজেন্দ্র সিং। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি এনকাউন্টার স্পেশাল ফোর্সের হাবিলদার ছিলেন।
পাহাড়-জঙ্গলে জইশ-ই-মহম্মদের কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে রবিবারই গোপনসূত্রে খবর পায় সেনা। পুরো এলাকা ঘিরে ফেলে অপারেশনে নামে বাহিনী। এইসময় অতর্কিতে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা জবাবে গুলিবর্ষণ শুরু করেন জওয়ানরা (indian army)। শুরু হয় ‘অপারেশন ত্রাশি-১’।

আরও পড়ুন-ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

Latest article